জাটকা ইলিশ মাছের প্রকাশ্যে বিক্রি করা
মাদবর, সোহাগ বেপারী, শাকিল মল্লিক, জেনারুল মল্লিক, রফিক খাঁ ও মোকলেছ খাঁর ছেলে রাসেল খাঁ সহ আরো অনেকে এবং শামুর বাড়ি বড় মোকাম এলাকায় নদীর জাটকা ইলিশ মাছের প্রকাশ্যে বিক্রি করা
এবং অন্যান্য বিক্রেতা ও জেলেদের থেকে চাঁদাবাজি করছে খোরশেদ ওস্তাগারের ছেলে লোকমান, তাছের সরদার, রিপন ঢালী,আবুল ঢালী,তোতা মাল ও আল-ইসলাম ঢালী সহ আরো অনেকে। বিশেষ সূত্রে জানাযায় এসকল চাঁদাবাজরা এলাকার স্হানীয় সাংবাদিক মোঃ শওকতকে প্রতিদিন তাদের চাঁদা
আদায়কৃত অর্থের একটি অংশ হিসেবে দিয়ে থাকে। আমাদের কাছে আসা তথ্যের সত্যতা নিশ্চিত করতে আমাদের প্রতিনিধি ও তার সহযোগী সাংবাদিক শওকতের সাথে কথা বললে তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের অজুহাত দেখিয়ে বলেন এসকল কার্যক্রমের বিরুদ্ধে পুলিশ বা অথবা রাষ্ট্রিয় কোন সংস্থার হস্তক্ষেপের অধিকার নেই।
সাংবাদিক শওকতে দেওয়া বক্তব্যের একটি গোপন ভিডিও রেকর্ড সংরক্ষিত আছে। এরপর নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রি চলা কালে আমাদের প্রতিবেদক মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও লৌহজং থানার ওসি এবং লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাদের ওয়াটএ্যপে ছবি সহ মেসেজ লিখে অবগত করা হয় কিন্তু এবিষয়ে তাদের পক্ষ থেকে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করেছে নদীর পাড়ে বসবাসকারী সাধারণ মানুষের।