দশমিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের উপরে হামলায় গুরুতর আহত শিশুসহ ৩

0 ৫৬

দশমিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইদের উপরে হামলায় গুরুতর আহত শিশুসহ ৩

পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর দশমিনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুসহ দুই ভাইকে পিটিয়ে গুরুতর যখন  করেছেন প্রতিপক্ষের লোকজন। সোমবার বিকালে উপজেলার  বেতাগী-সানকিপুর ইউনিয়নের খারিজা বেতাগী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত মেহের আলী হাওলাদারের দুই ছেলে সহিদুল হাওলাদার (৩৫) ওবায়দুল হাওলাদার (৩২) ওবায়দুলের মেয়ে জান্নাত (১১)আহতরা দশমিনা হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শহিদুল  হাওলাদারের অভিযোগ, ঘটনার দিন তার ভাই ওবায়দুল ঘরের পাশের একটি ছোট গাছ কাটতে যান। এতে একই বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে মাহফুজ হাওলাদার বাধা দেন। এ ঘটনার প্রতিবাদ করলে মাহফুজ হাওলাদার তার তিন ছেলে ও নাতিসহ ওবায়দুল কে লাঠি দিয়ে তার উপর হামলা করেন।

ওবায়দুলের বড় ভাই শহিদুল এসে দেখে ওবায়দুল মাটিতে শুয়ে আছি পড়ে তাকে হাসপাতাল নেওয়ার জন্য গাড়ি করলে পিছন দিকথেকে মোহন ও জাহিদ দারালো দাও দিয়ে কোপ দিয়ে জখম করে পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে  দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগের বিষয় মাহফুজ হাওলাদারের সাথে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে  বলেন, আপনার সাথে পরে দেখা করবো।

Leave A Reply

Your email address will not be published.