কাউন্সিলর শৈবাল দাশ সুমন বিশ্বতানের পাশে থাকার আশ্বাস
মুন্নি আক্তার, নিজস্ব প্রতিবেদক :
বিশ্বতানের আগামীর আয়োজনে সর্বাত্মকভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন নন্দিত ২১ নং, জামালখান ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
এ সাক্ষাতে ছিলেন বিশ্বতানের প্রতিষ্ঠাতা-সভাপতি নরেণ সাহা,সহ-সভানেত্রী নিবেদিতা আচার্য্য,মেন্টর ও ডিরেক্টর খোকন মালাকার,সাধারণ সম্পাদিকা অর্পিতা
আচার্য্য,অর্থ সম্পাদক কনক বিশ্বাস,সাংগঠনিক সম্পাদিকা অপর্ণা শীল চৈতী,পরিকল্পনা সম্পাদক চম্পক বড়ুয়া,সহ-অর্থ সম্পাদিকা শ্রাবন্তী দাস,আইটি সম্পাদিকা সুমি দাশ গুপ্তা।
এছাড়াও ছিলেন শিল্পী ফ্লোরেন্স মজুমদার ফ্লোরা, সুমি,সম্পাসহ নতুন উদ্যমী একাধিক সদস্য-সদস্যা।