গলাচিপার গৌরব জাতীয় আইটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী শিহাব

0 ৪৮

গলাচিপার গৌরব জাতীয় আইটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী শিহাব

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলাবাসীর গৌরব জাতীয় আইটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী শিহাব। যুব প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় আইটি প্রতিযোগিতা-২০২৩ এর শারীরিক ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছে গলাচিপা পৌরসভার মহিলা কলেজ রোড ৮ নম্বর ওয়ার্ড মুজিব নগর এলাকার শিহাব। সারা বাংলাদেশের প্রতিবন্ধীদের মধ্যে বাছাইকৃত শতাধিক প্রতিযোগীদের অংশগ্রহণে ৪ টি পরীক্ষা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে চারটি ক্যাটাগরীতে মোট ১২ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

শনিবার (৬ মে) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি ক্যাম্পাসে সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজ্যাবিলিটি (সিএসআইডি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) সহযোগিতায় আয়োজন করা হয়।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক (গ্রেড-১) রনজিৎ কুমার। এ সময় নিয়ামুর রশিদ শিহাবের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, উন্নত মানের ব্যাগ ও একটি এন্ড্রয়েড ফোন তুলে দেয়া হয়।

শিহাব হচ্ছেন গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও দৈনিক নয়া দিগন্তের গলাচিপা উপজেলা সংবাদদাতা মুঃ হারুন অর রশিদ এবং রতনদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার এর ছেলে। তিন ভাই-বোনের মধ্যে শিহাব সবার বড়।

সে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত ফিচার লিখে পরিচিতি লাভ করেছে। সে বর্তমানে বরিশাল সরকারী পলিটেকনিক ইনষ্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের শেষ বর্ষের শিক্ষার্থী। এছাড়া শিহাব ২০২১ সালে জাতীয় আইটি প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গ্লোবাল আইটি প্রতিযোগিতা অংশগ্রহণ করে এবং ১৪ টি দেশের প্রতিযোগীদের মধ্যে তৃতীয় স্থান লাভ করেছিল।

এ বিষয়ে শিহাবের বাবা মুঃ হারুন অর রশিদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে ছোট বেলা থেকেই পড়ালেখা, কম্পিউটার চালানো, পত্রিকায় ফিচার লেখায় পারদর্শী হয়ে উঠেছে। শিহাব জাতীয় আইটি প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করায় গর্বে আমার বুকটা ভরে গেছে।

Leave A Reply

Your email address will not be published.