ইডি-সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে আপত্তি, বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অভিষেক

0 ৩৯

ইডি-সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে আপত্তি, বিচারপতি সিনহার রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে অভিষেক

নিজস্ব প্রতিনিধি(রজত রায়):

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি বা সিবিআই, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচাপতি অমৃতা সিনহা। তাঁর নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক।

এদিন সিঙ্গল বেঞ্চের রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন তিনি। আদালত সূত্রের খবর, শুক্রবারই সেই মামলার শুনানি হতে পারে। সেই সঙ্গে এদিন অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে মোট ৫০ লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত।

এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা আগেই প্রশ্ন করেছিলেন, ‘তদন্তে সহযোগিতা করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়?’ বিচারপতির বক্তব্য ছিল, যে কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে তদন্তকারী সংস্থা।

এতে কোনও অসুবিধা থাকার কথা নয়। বিচারপতি এমনও মন্তব্য করেন, ‘অভিষেক একটু বেশিই আশঙ্কায় ভুগছেন?’ এরপর এদিন আদালত স্পষ্ট জানায়, কুন্তলের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি বা সিবিআই। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

এর আগে এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় সংস্থা।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বদলে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যায় মামলা। তবে বেঞ্চ বদলালেও রায় একই থাকল। সেই রায়কেই চ্যালেঞ্জ করলেন অভিষেক।

Leave A Reply

Your email address will not be published.