গাজীপুর জেলার আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২৩
সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৮/০৫/২০২৩ তারিখে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সবাইকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়।
এতে বিভিন্ন স্থানে নিয়ম অমান্য করে প্রচারণা চালানো, পথসভা করা, পোস্টারের আকৃতি ঠিক না রাখা, অপ্রয়োজনীয় গণজমায়েত করাসহ বিভিন্ন অপরাধে ১৪টি মামলা করা হয়। সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা,
২০১৬ এর ৭, ৮ (১), ৮(৮), ১৭(ক), ২১(১), ৩১ ধারা মোতাবেক ও অন্যান্য অনিয়মের কারণে সর্বমোট ১৪ জনকে শাস্তির আওতায় আনা হয়। এই দিনে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ ১৯টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ৮১,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।