নেছারাবাদ পিরোজপুর সড়কের বেহাল দশা/খানাখন্দে ভরা

0 ১১৪

 

নেছারাবাদ পিরোজপুর সড়কের বেহাল দশা/খানাখন্দে ভরা

পিরোজপুর নেছারাবাদ সড়ক

 

পিরোজপুর জেলার সাথে নেছারাবাদের ছয় ইউনিয়নের যোগাযোগে ইন্দুরহাট চাঁদকাঠি সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এলজিইডি নির্মিত ১৪ কিলোমিটার এই সড়কটির ইন্দুরহাট ও চাঁদকাঠি প্রান্তে ২ কিঃমিঃ করে ৪ কিলোমিটার ২০২১ ও ২২ সালে সংস্কার কাজ করে বাকি ১০ কিঃমিঃ সংস্কারের অভাবে খানাখন্দ সৃষ্টি হয়ে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা।

শ্রমীক সংগঠনের হিসাবে নেছারাবাদ উপজেলা ও পিরোজপুর জেলায় প্রতিদিন প্রায় দেড় লক্ষ জনগনের যাতায়াতের ১০ ফুট প্রস্থের এই সড়কটিতে প্রায় ২৫০টি ভাড়ার চলিত মোটরসাইকেল, ২৩০ অটোরিক্সা, ৫০টি লেগুনা, ২৮০টি বৌগাড়িসহ অসংখ্য ব্যাক্তিগত মোটরসাইকেল চলাচল করে।

লেগুনা চালকরা জনান, দুই দিন পর পর গাড়ি মেরামত করতে হয় এবং প্রচন্ড ধুলাবালিতে শ্বাসপ্রশ্বাস জনিত রোগে ভুগতে হয়। যা আয় হয় তার বৃহৎ অংশই মেরামত কাজে ব্যায় হয়। পরিবারের খরচ মেটাতে পারছিনা। একই অবস্থা অন্যান্য পরিবহন শ্রমীকদের।

লেগুনার যাত্রী মনোয়ারা বেগম বলেন, স্থাণীয় সাংসদ সাধারণ জনগণেরমত এ রাস্তায় লেগুনা অথবা অটোরিক্সায় এক দিন চলুক, মাননীয় প্রধানমন্ত্রী দেখুক তার এমপিরা এলাকায় কি করে?

এদিকে পিরোজপুরের নেছারাবাদ ফেরিঘাট থেকে আলকিরহাট পর্যন্ত ৫কিলোমিটার সড়ক এলজিইডি না কি সওজের সে নিয়ে বিভ্রান্তির অন্তনেই। সরজমিনে এলজিইডি এ সড়কটি নির্মাণ ও সংস্কার করলেও নেছারাবাদ ফেরিঘাট থেকে শ্রীরামকাঠি পর্যন্ত ১৫ কিলোমিটার সওজ পিরোজপুরের সড়ক তালিকায় রয়েছে যা সম্প্রতি নির্মাণের জন্য মন্ত্রণালয় অনুমোদনও পেয়েছে।

আবার নেছারাবাদ ফেরিঘাট এলাকা ইন্দেরহাট থেকে চাঁদকাঠি পর্যন্ত ১৪ কিলোমিটার এলজিইডি সড়ক নির্মাণের পর থেকে সংস্কার রক্ষণাবেক্ষণ করে আসছে এলজিইডি। এঅবস্থায় ফেরিঘাট থেকে উভয় সড়কটি বিভাজন হয় ৫ কিঃমিঃ দক্ষিণে আলকিরহাট বাজার এলাকায়।

এবিষয়ে সওজ পিরোজপুরের এসডিই ওয়াহিদুজ্জামান মুঠোফোনে জানান, ফেরিঘাট থেকে কিছু অংশ এলজিইডির যা সরজমিনে না গিয়ে বোঝানো যাবেনা। মন্ত্রণালয় অনুমোদনের জন্য ১৫ কিঃমিঃ দেখানোর কারণ তিনি এখনই জানাতে পারবেন না বলে টেন্ডারের পর যোগাযোগ করতে বলেন।

তবে রাস্তাটি সংস্কারের বিষয়ে নেছারাবাদ এলজিইডি প্রকৌশলী তৌফিক আজিজ জানায়, ইন্দুরহাট চাঁদকাঠি সড়কটি প্রসস্থ করণের জন্য ইতোমধ্যে প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। আশাকরি শীঘ্রই প্রকল্পটি অনুমোদন পাবে। ইন্দেরহাট ফেরিঘাট থেকে আলকিরহাট হয়ে চাঁদকাঠি পর্যন্ত ১৪ কিলোমিটার এলজিইডি সড়ক। ফেরিঘাট থেকে আলকিরহাট পর্যন্ত সওজ নয় এলজিইডি রাস্তা নির্মাণ ও সংস্কার করে।

Leave A Reply

Your email address will not be published.