জামালপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে
বিশেষ প্রতিনিধি
আজ রবিবার (২১ মে) সন্ধ্যায় জামালপুর জেলার মাদারগঞ্জে জহুরুল ইসলাম ও ইসলামপুর উপজেলায় মোরশেদা বেগম নামে দুইজন এ দুর্ঘটনার শিকার হন।
নিহত জহুরুল ইসলাম (৩১) টাঙ্গাইল জেলার গোপালপুরের সোনামুই গ্রামের সুরুজ মিয়ার ছেলে এবং মোরশেদা বেগম (৩৮) চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ গ্রামের ফুলু মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় সন্ধ্যায় প্রবল বৃষ্টি হয়। তখন ড্রেজার মেশিন দিয়ে খরকা নদী থেকে মাটি উত্তোলনের সময় বজ্রপাতে জহুরুলসহ ৩ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মাদারগঞ্জ হাসপাতালের চিকিৎসক জহুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ গ্রামের ফুলু মিয়ার স্ত্রী মোরশেদা বেগম বৃষ্টির সময় বাড়ির পাশের ডোবায় গোসল করতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে মোরশেদা বেগম ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।