তেঁতুলিয়ায় ২২পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

0 ৬০

তেঁতুলিয়ায় ২২পিচ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

আহসান হাবিব
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ২২ পিচ ইয়াবাসহ নুর ইসলাম বাবু ওরফে পোল্টি বাবু (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২১ মে)রাতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের টহলদল উপজেলার শালবাহান বাজার এলাকা হতে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি নুর ইসলাম বাবু ওরফে পোল্টি বাবু একই উপজেলার সদর ইউনিয়নের চান্দামারী গড়িয়াগছ) গ্রামের আনারুল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এসআই তপন কুমার রায় নেতৃত্ব একটি টহল টিম উপজেলার শালবাহান এলাকায় মাদক ব্যবসায়ী নুর ইসলাম বাবুকে শালবাহান বাজার হতে আটক করে পুলিশ ।পরবর্তীতে তেঁতুলিয়া মডেল থানার এসআই তপন কুমার রায় বাদী হয়ে ওই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, নুর ইসলাম বাবুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এবং তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.