শ্রীপুরে এক কৃষকের ৫ গরু চুরি, ৪ লাখ টাকার ক্ষতি
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামে এক কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে। কৃষক আব্দুস সামাদ জানিয়েছেন গরু ৫টি চুরিতে তার ৪ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।
গরু চুরির ঘটনাটি শনিবার (২০ মে ) সকালের দিকে শ্রীপুর থানার টহল পুলিশকে অবগত করেন ওই কৃষক। রাত ১টা থেকে ৩ টার মধ্যে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের ওই কৃষকের ৫টি গরু চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা।
চুরি হয়ে যাওয়া গরুর মালিক আব্দুস সামাদ পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।
কৃষক আব্দুস সামাদ বলেন, প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ১২টার ও ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে তিনি গোয়াল ঘরে বেঁধে রাখা অবস্থায় দেখে যান।
রাত তিনটার দিকে প্রকৃতির ডাকে সাড়া নিতে ঘরের বাহিরে আসতে চাইলে তিনি দেখেন, সব ঘরের বাইরে থেকে শিকল আটকানো। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন তার বাড়িতে এসে শিকল খুলে দিলে দেখেন গোয়াল ঘরের তালা কাটা এবং গরুগুলো নেই। এসময় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো খোঁজ পাননি।
গরুগুলোর মধ্যে, কালো রঙের দুধের একটি গাভীসহ বাছুর- যার মূল্য আনুমানিক ২ লাখ টাকা, কালো রঙের একটি বকনা বাছুর যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা, লাল বর্ণের জার্সি একটি গর্ভবতী গাভী, যার মূল্য ১ লাখ টাকা এবং ধূসর বর্ণের একটি বকনা যার আনুমানিক ৪০ হাজার টাকা।
কৃষক জাকির হোসেন বলেন, ‘আমি এখন নিঃস্ব হয়ে গেছি। আমার গরুগুলোই শেষ সম্বল ছিল ।
শ্রীপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসার উপপরিদর্শক এসআই সামিয়া রহমান বলেন, এ ঘটনায় কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে পরে জানাতে পারবো।