দশমিনায় সুফলভোগী জেলেদের মধ্যে জাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
রবিউল হাসান ডব্লিউ,দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ (বৈধ জাল) বিতরণ করা হয়েছে।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ,দশমিনা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সোমবার (২২মে) বেলা ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে মোট ৭৮ জন জেলেকে জাল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাফিজা নাজ নীরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব, আবদুল আজিজ, জেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.মাহবুব আলম
তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন পালোয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাজী আবুল কালাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ।