পটুয়াখালীতে বিপন্ন প্রজাতির ১টি মেছো বিড়াল উদ্ধার।
পটুয়াখালীতে বিপন্ন ১টি মেছো বিড়াল উদ্ধার।
এম এইচ শান্ত স্টাফ রিপোর্টার
সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামে আলী হোসেন নামের এক ব্যাক্তির বাড়ি থেকে সাড়ে তিন ফুট লম্বা বিপন্ন প্রজাতির ১ টি মেছো বিড়াল উদ্ধার করেছে বনবিভাগ।
রবিবার (২১-মে-২০২৩ ইং) তারিখ মরিচবুনিয়া থেকে বিপন্ন প্রজাতির মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।
জানাগেছে, এলাকাবাসী মেছো বিড়ালটিকে চিতা বাঘ ভেবে আটক করে। পরে ৯৯৯ নাম্বারে কল করলে খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থল মরিচবুনিয়া গ্রামের বাসিন্দা আলী হোসেনের বাড়ী থেকে বিড়ালটি উদ্ধার করে বিভাগীয় বন কর্মকর্তার অফিসে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে মেছো বিড়ালটিকে সুস্থ করা হয়।
এরপর প্রানী সংরক্ষন আইনে বন্য প্রাণীকে উন্মুক্ত করার জন্য লোহালিয়া গ্রামে নদীর বাঁকে ছৈইলা বনে বিড়ালটি ছেড়ে দেয় বন কর্মকর্তারা।