দশমিনায় বজ্রপাতে একজনের মৃত্যু

0 ৫৮

দশমিনায় বজ্রপাতে একজনের মৃত্যু

রবিউল হাসান ডব্লিউ, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর দশমিনায় উপজেলার  আজ  মঙ্গলবার বিকালে আকস্মিক কালবৈশাখী বয়ে গেছে। এ ঝড়ের সময় বজ্রপাতে এক জনের মৃত্যু হয়েছে।

নিহত হলেন উপজেলার সদর ইউনিয়ন ৯ নং  ওয়ার্ডের কাঠাখালি গ্রামের চাঁনমিয়া হাওলাদার বাড়ির মৃত্যু আলী হাওলাদার ছেলে মো.আঃরউফ হাওলাদার(৬০)।

স্থানীয় সূত্র জানায়, বিকাল বেলার দিকে  আকস্মিক কালবৈশাখী শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হতে থাকে সদর ইউনিয়নের কঠাখালি গ্রামের আঃ রউফ হাওলাদার মাঠে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে  ঘটনাস্থলেই গরুসহ আঃরউফ হাওলাদার মারা যান। এতে নিহতর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

ওই ওয়ার্ডের ইউপি সদস্য  মো.ওলিউল ইসলাম হাওলাদার বজ্রপাতে এক জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.