তেতুলিয়া বাংলাবান্ধায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আহসান হাবিব তেতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি
: পঞ্চগড়ের তেতুলিয়া বাংলাবান্ধায় থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যুর পর মরদেহ উদ্ধার করেছে তেতুলিয়া মডেল থানার পুলিশ।
বুধবার (২৪ মে) সকালে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় থেকে
জানা যায়, বুধবার সকালে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বুলবুল স্থলবন্দর এলাকায় রাস্তার পাশে এক অজ্ঞাত (৪৬) ব্যক্তিকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ও প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমানুল্লাহ মরদেহ উদ্ধারের বিষয়গুলো নিশ্চিত করেন।