গৌরনদী মডেল থানার এসআই কামালকে শ্রেষ্ঠ সম্মাননায়
গৌরনদী মডেল থানার এসআই কামালকে শ্রেষ্ঠ সম্মাননায়
Dhaka post today
গৌরনদী সংবাদদাতা-
অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলায় শ্রেষ্ঠ এস আই হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছেন গৌরনদী মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন। বরিশাল পুলিশ সুপারের কার্যালয় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মোঃ ওহিদুল ইসলাম। কল্যাণ সভায় এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা করে উপজেলার মধ্যে অপরাধ দমনে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন নির্বাচিত হন। অপরাধ মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এসময় সাব-ইন্সপেক্টর মোঃ কামাল হোসেনের হাতে জেলা পুলিশ সুপার মোঃ ওহিদুল ইসলাম। সন্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় সাব-ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন বলেন মাসিক অপরাধ সভা এপ্রিল ২০২৩ এ আমাকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করায় ধন্যবাদ জানাই গৌরনদী মডেল থানায় কর্মরত সুযোগ্য ও বিচক্ষণ অফিসার ইনচার্জ জনাব মো.আফজাল হোসেন স্যার যার দিকনির্দেশনায় আমার এই সফলতা।
ও গৌরনদী মডেল থানায় কর্তব্যরত সকল কর্মকর্তা, পুলিশ সদস্য ভাই ও বোনদের আমাকে আমার কর্মস্থলে সার্বিক সহযোগিতা করার জন্য। বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম স্যার সহ সকল পুলিশ কর্মকর্তাদের প্রতি আন্তরিক ভাবে আশাবাদ ব্যক্ত করছি তাদের এই বিচক্ষণতার প্রতিদান আমি আমার কর্মস্থলে সততার সহিত অব্যাহত রাখব ইনশাআল্লাহ।