আওয়ামী লীগ ও বি এন পির জনপ্রিয় দুই নেতা ও নমিনেশন প্রত্যাশী

0 ১২৪

আওয়ামী লীগ ও বি এন পির জনপ্রিয়
দুই নেতা ও নমিনেশন প্রত্যাশী

রবিউল হাসান ডব্লিউ, দশমিনা উপজেলা পটুয়াখালী

পটুয়াখালীর-(৩)দশমিনা-গলাচিপা আসনে একই ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির জনপ্রিয় দুই নেতা ও নমিনেশন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি জনাব ইকবাল হোসেন জমাদ্দার সহ-সভাপতি, পটুয়াখালী জেলা কৃষক লীগ ও জনাব হাসান মামুন, সাবেক ছত্রনেতা এবং বিএনপির কেন্দ্রিয় জাতীয় নির্বাহীর কমিটির সদস্য।

পটুয়াাখালীতে-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্ততির কমতি নেই সবাই যার যার অবস্থান থেকে তাদের জনপ্রিয়তা ও একনিষ্ঠ দলীয় কর্মী হিসেবে নিজেকে তুলে ধরার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। বাংলাদেশর আওয়ামী লীগ থেকে দশমিনা গলাচিপা উপজেলার নমিনেশন প্রার্থী হলেন জনাব ইকবাল হোসেন জমাদ্দার। একই সাথে একই ইউনিয়নের বিএনপি থেকে নমিনেশন প্রত্যাশী জনাব হাসান মামুন।

তাদের দুজনের মধ্যে একান্ত ঘনিষ্ঠ আত্মীয় সম্পর্ক থাকলেও রাজনৈতিক ও দলীয় কারণে তাদের অবস্থান ভিন্ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আওয়মী লীগ ও বিএনপি থেকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হবেন। জনাব ইকবাল হোসেন জমাদ্দার যেমন দশমিনা-গলাচিপা উপজেলার মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং জনগণের হৃদয়স্থলে জায়গা করে নিয়েছেন। জনাব হাসান মামুন ও তার ব্যতিক্রম নয়।

জনাব ইকবাল হোসেন জমাদ্দার : একজন আদর্শিক রাজনৈতিক নেতা ও বিশষ্ট শিল্পপতি। তিনি ছাত্র জীবন থেকে আওয়াামী লীগ রাজনীতির সাথে জড়িত। তার দাদা মরহুম দানবীর আলহাজ্ব আবদুল বারেক জমাদ্দার। তিনি ঐ অ লের একজন জমিদার ছিলেন। তার বাবা মৃত দানবীর আলহাজ্ব মুনসুর আহমেদ জমাদ্দার ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

পারিবারিক ভাবে জনাব ইকবাল হোসেন জমাদ্দার, স্বদেশ প্রেম ও স্বাধীনতা যুদ্ধের চেতনা হৃদয়ের মধ্যে লালন করে রাজনৈতিক পেশায় নিজের অবস্থান তৈরি করেছেন। তিনি ব্যবসায়িক জগতেও অর্জন করেছেন অভাবনীয় সাফল্য। একজন শিল্পপতি হিসেবে নিজেকে দাঁড় করিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতিদের কাতারে। ব্যবসায়ীক মহলে তার ব্যপক সুনাম রয়েছে। ব্যবসার পাশাপাশি রাজনৈতিক কেরিয়ারেও মানুষের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন।

তার রজনৈতিক লক্ষ্য হলো মানুষের আর্থ সামাজিক উন্নয়ন। মানুষের ভাগ্য পরিবর্তন করার লক্ষ নিয়ে তিনি ভবিষ্যতে বৈদেশিক বিনিয়োগকারীদের মাধ্যমে দশমিনা গলাচিপাকে আধুনিক শিল্প, বাণিজ্য ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে চান। তিনি এ লক্ষ্য বাস্তবায়েনের অনেক পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছেন।

মো. ইকবাল হোসেন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কায় নমিনেশন প্রদান করেন।

এবং দশমিনা-গলাচিপা বাসীর পক্ষ্যে কাজ করার সুযোগ দান করেন। তাহলে আমার প্রধান লক্ষ্য হলো দশমিনা-গলাচিপা উপজেলা থেকে দ্বারিদ্রতা হ্রাস করার জন্য টেকশই অর্থেনৈতিক উন্নয়ন, প্রযুক্তি নির্ভর স্মার্ট কৃষি পন্য উৎপাদন ও দশমিনা-গলাচিপা উপজেলার মানুষের জন্যে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তিনি আরো বলেন যদি নমিনেশন পেয়ে সংসদ সদস্য হতে পারেন তাহলে এ পরিকল্পনা বাস্তবায়নে তার সর্বাত্মক চেষ্টা করেন বলে জানান।

জনাব হাসান মামুন: একজন যুব নক্ষত্র, যার উত্থান ছাত্র রাজনীতি থেকে ঘটেছে। তিনি মরহুম জনাব মকবুল হোসেন হাওলাদার এর ছেলে, জনাব হাসান মামুন তৎকালিন বিএনপি ক্ষমতায় থাকাকালিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি ছিলেন।বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহি কমিটির অন্যতম সদস্য। তিনি দশমিনা গলাচিপার বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন। জনাব হাসান মামুন বি এন পি থেকে নমিনেশন পাওয়ার ব্যপারে অনেকটা আশাবাদী।

তাদের দলিয়ো নেতা কর্মিদের মধ্যে হাসান মামুনের বিষয় অনেক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।(গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে যদিও জনাব হাসান মামুন নমিনেশ পাওার কথা ছিলো কিন্তু রজনৈতিক জটিলতার কারনে সাবেক আওয়ামী লীগ এর সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি বাংলাদেশ আওামী লীগ থেকে দল ত্যাগ করে বিএনপি থেকে নমিনেশন নিয়ে পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করেন। জনগন ও বিএনপির স্থানীয় নেতা কর্মিরা তাকে একেবারে প্রত্যাখান করেন। যা দশমিনা-গলাচিপা উপজেলার বিএনপির জন্য একটি লজ্জাজনক ঘটনা। তাই দশমিনা-গলাচিপার নেতা কর্মিরা জনাব হাসান মামুন কে এবার বিএনপির প্রর্থি হিসেবে দেখতে চান।

মো. হাসান মামুন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে আমি দল থেকে মনোনয়ন কিনব। দল আমাকে মনোনয়ন দিলে এই আসনে বিপুল ভোটেরা ব্যবধানে আমি জয়ী হবো ইনশাআল্লাহ। দশমিনা-গলাচিপার মানুষের ভাগ্যের উন্নয়নে অবদান রাখাবো। আমার বিশ্বাস এই এলাকার মানুষ আর ভুল করবে না। জনতার রায়ে আসন্ন নির্বাচনে বিএনপির ধানের শীষ জয়ী হবে বলেও মনে করেন তিনি।’

তবে দশমিনা-গলাচিপার উপজেলার সাধারণ মানুষ বিশ্বাস করেন আওয়ামী লীগ থেকে জনাব ইকবাল হোসেন জমাদ্দার ও বিএনপি থেকে জনাব হাসান মামুন নমিনেশন পেলে পটুয়াখালী-৩ আসনের দশমিনা-গলাচিপা উপজেলায় একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হবে।

Leave A Reply

Your email address will not be published.