চারঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0 ৬৩

চারঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।

Dhaka post today
নিজস্ব প্রতিনিধ:

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী জেলা শাখার অন্তর্গত বাঘা- চারঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন আজ ২৭ মে ২০২৩ শনিবার দুপুর তিনটায় বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু,

চারঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ লায়েব উদ্দিন লাভলু, চারঘাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ- শিশু ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী শিকদার,

সম্মেলনের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রোকনুজ্জামান রিন্টু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রানা, সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক হুমায়ুন কবির, সঞ্চালনা করেন বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদস্য সচিব মোঃ ইলিয়াস আহমেদ সোনা।

সম্মেলনে আগামী তিন বছরের জন্য চারঘাট উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মনিমুল ইসলাম, বাঘা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ ফকরুল হোসেন বিপ্লব এর নাম ঘোষণা করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে রাজশাহী জেলা, মহানগর ও বাঘা- চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

Leave A Reply

Your email address will not be published.