বগুড়ায় এক স্কুলছাত্রী নিহত
(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজির ধাক্কায় ফারহানা আকতার(৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার দুপুরে বগুড়া সারিয়াকান্দি সড়কে আমতলী নামক স্থানে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ফারহানা সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিজবটিয়া গ্রামের কাশেম ফকিরের মেয়ে এবং নিজবাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী। পুলিশের এই কর্মকর্তা জানান ওই স্কুল ছাত্রী সারিয়াকান্দি বাজার থেকে অটােভ্যানযােগে তার খালার বাড়ি আমতলি নামক স্থানে বেড়াতে যাচ্ছিল। সে খালার বাড়ির কাছে পৌঁছালে অটােভ্যান থেকে নেমে চালককে ভাড়া দেওয়ার জন্য টাকা বের করছিলাে। এসময় বিপরীত থেকে আসা একটি সিএনজি তাকে সজােড়ে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লােকজন ফারহানাকে মুমূর্ষ অবস্থায় সারিয়াকান্দি হাসপাতালে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।
ওসি আরো জানান এ ঘটনায় সিএনজি চালককে আটক করা সম্ভব হয়নি। তবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।