বগুড়া সান্তাহারে ওয়ার্ড যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন
(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর ৫নং ওয়ার্ড যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮ টায় সান্তাহার হার্ভে স্কুল মোড় এলাকায় এই সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে ৫নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব হোসেন মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিআরএম শাহজাহান, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারণ সম্পাদক এসএম জাহিদুর বারী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিল আলাউদ্দিন। আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিহাব আহমেদ, সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন, সান্তাহার পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকন, আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুজ্জামান সোহেল, উপ দপ্তর সম্পাদক জামাদুল ইসলাম, সান্তাহার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বপন ঢালী প্রমূখ। সভা শেষ প্রধান অতিথি সকলের সম্মতিক্রমে মোতালেব হোসেন মুক্তাকে সভাপতি ও বাবু আকন্দকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।