০৪ (চার)টি গরু, ১টি টাটা পিকআপ গাড়ী সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ০৫ সদস্য আটক
০৪ (চার)টি গরু, ১টি টাটা পিকআপ গাড়ী সহ আন্তঃজেলা ডাকাত চক্রের ০৫ সদস্য আটক
Dhaka post today
নিজস্ব প্রতিবেদক:
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নরসিংদী জনাব মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো: কামরুজ্জামান খান, এসআই (নিঃ) জামিরুল ইসলাম এর সমন্বয়ে একটি চৌকস টিম ২৫ মে,
২০২৩ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার শিবপুর থানাধীন ইটাখোলা মোড়ে অভিযান পরিচালনা করে ০৪ টি গরু সহ ০১টি টাটা পিকআপ গাড়ী ও ০৫ জন আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যকে আটক করেন। আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তারা বিভিন্ন জেলা থেকে গরুগুলো চুরি করে বিক্রয়ের জন্য নিয়ে এসেছে।
আসামীরা আরও জানায় নরসিংদী জেলার মনোহরদী থানার চক-মাধবদী এলাকা হতে গত ১৬/০৫/২০২৩ তারিখ দিবাগত রাত অর্থাৎ ১৭/০৫/২০২৩ তারিখ তারা ০৬ টি গরু চুরি করে কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ০৬ টি গরু মনোহরদী কোনাপাড়া এলাকায় ফেলে রেখে চলে যায়।
আসামীদের নাম ও ঠিকানা:-
১। দুরুদ মিয়া(৪৫), পিতা মৃত সাজিদ মিয়া, সাং-ডেফলউড়া, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার।
২। মজিবর রহমান@মজিব(৩২), পিতা-মোঃ আ:গনি @ সুরত মিয়া, সাং-বৌ-রাশি, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।
৩। মনির হোসেন ঝাড়–(৩৭), পিতা- মোঃ আব্দুস সালাম, সাং-লমুয়া, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।
৪। ফারুক মিয়া@পরুন মিয়া(৪২), পিতা-তুলাই মিয়া, সাং-পোরাইকলা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।
৫। মোঃ জাহের মিয়া(৫২), পিতা-মৃত আব্দুল কাহার, সাং-কুট্টাপাড়া, থানা-সড়াইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
আসামী দুরুদ মিয়ার নামে চুরি, ডাকাতি, সিধেল চুরি’র ২২ টি, আসামী মজিবর রহমানের নামে দ্রুত বিচার আইনে ০১ টি মামলা, মনির হোসেন ঝারুর নামে ০৮ টি মামলা এবং জাহেদ মিয়ার নামে ০১টি চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
উদ্ধারকৃত মালামালের বর্ননা:-
১। একটি TATA EX নেভী ব্লু রঙের হলুদ বর্ডার যুক্ত গাড়ী যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ন-১৬-৯৪৪৭ ।
২।একটি লালচে রঙের ষাঁড় গরু, যার দুটি শিং, প্রতিটি শিং লম্বা ২ ইঞ্চি করে।
৩। একটি লালচে রঙের ষাঁড় গরু, যার দুটি শিং, প্রতিটি শিং লম্বা ১ ইঞ্চি করে।
৪। একটি লাল রঙের গাভী গরু, যার দুটি শিং একটি শিং ভাংগা লম্বা-১ইঞ্চি অপরটি ২ ইঞ্চি।
৫। একটি কাজলা রঙের গাভী গরু, যার দুটি শিং, প্রতিটি শিং লম্বা ৪ ইঞ্চি করে।
৬। একটি সাদা প্লাস্টিকের বস্তায় ০১(এক) টি প্লাষ্টিকের রশি যা লম্বা-১০ হাত, ১টি ছুরি যা লম্বা-৮.৫ ইঞ্চি।
আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।