৫ জনকে অচেতন করে মালামাল লুট
৫ জনকে অচেতন করে মালামাল লুট
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলের সূর্যমনি ইউনিয়নের গুলবাগ ফরাজি বাড়ির দুই ঘরে চেতনানাশক ঔষধ প্রয়োগ করে ৪ মহিলা ও ১ জন পুরুষসহ ৫ জনকে অচেতন করে নগদ টাকাসহ ৭-৮ ভড়ি স্বর্ণালংকার লুট হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।
ওই বাড়ির গৃহিণী দিলরুবা আক্তার জানান, রাত সাড়ে ৯ টার দিকে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পরেন। এর পরের দিন (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় তার ঘুম ভাঙ্গলে নিজেকে হাসপাতে দেখতে পান। অন্য ৪ জন তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিরাজুল ইসলাম বলেন,” খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে বা চেতনানাশক স্প্রে ছিটিয়ে তাদেরকে অচেতন করা হয়।
এদের মধ্যে শুক্রবার (২৬মে) বজলুর রহমান ফরাজী(৭৫), হাবিবা আক্তার(১৪) ও মিনারা বেগমকে(৫০) বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।” দিলরুবা আক্তার (৪০) ও মেহেরুনেছা(৬০) বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।