বগুড়া আদমদীঘিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0 ৩৩৮

বগুড়া আদমদীঘিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

Dhaka post today
(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়া আদমদীঘি উপজেলার প্রশাসনের আয়োজনে রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন করা হয়েছে। উল্লেখ্য যে, ১৯৭৩ সালে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানে বিশ্ব শান্তি পরিষদ আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধুকে “জুলিও কুরি” শান্তি পদক পরিয়ে দেন।

পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১১টায় আদমদীঘি উপজেলা হলরুমে এ লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় কুমার পাল,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার, আদমদীঘি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান সহ প্রমুখ। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.