জামালপুরে ২৭ জনকে পাগলা কুকুর কামড়িয়েছে

0 ৯৭

জামালপুরে ২৭ জনকে পাগলা কুকুর কামড়িয়েছে

Dhaka post today

স্টাফ রিপোর্টাস

রবিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে ২৭ জনকে পাগলা কুকুর কামড়িয়েছে জামালপুরে। জামালপুর পৌর শহরের গেটপাড়, কাচারীপাড়া, ফুলবাড়িয়াসহ জেলা শহরের বাইরেও কুকুরে কামড়ানোর ঘটনা ঘটেছে। একাধিক কুকুর কামড়িয়েছে বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ সকাল সাড়ে দশটা বারোটার মধ্যে ২৭ জন কুকুরে কামড়ানো রুগী হাসপাতালে এসে চিকিৎসা নেয়। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী এসব রোগীর বেশীরভাগ পৌর শহরের ফুলবাড়িয়া এলাকার, এছাড়া শহরের একাধিক এলাকার রোগীও চিকিৎসা নিতে আসে। জানাগেছে, জামালপুর জেলা সদর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাক্সিন (ARV) নাই তবে RIG( Rabies immune Globulin) ইনজেকশন আছে।

জরুরী বিভাগের চিকিৎসক তৌহিদুল ইসলাম রাজিব বলেন, হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেই, তবে রোগীদের আরআইজি দেওয়া হয়েছে।

আমরা যেহেতু জানিনা যেসব কুকুর কামড়িয়েছে সেগুলো পাগলা কুকুর কি-না এবং প্রত্যেকের শরীরে ক্ষত নিয়ে এসেছে তাই তাদেরকে আরআইজি দেওয়া হয়েছে। কারও পায়ে,কারও হাতে এবং কারও শরীরে কুকুরের কামড় দেখা গেছে।

সবাই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এসময় তিনি পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকল কে সচেতন হতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য আহবান জানান।

এ বিষয়ে জানতে চাইলে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু জানান, কুকুরের ভ্যাকসিনেশন সহ অতি দ্রুত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.