বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

0 ২০৬

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টাস

জামালপুর বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভেঙ্গে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। রোববার রাতে শহরের নয়াপাড়া পাঁচরাস্তা মোড়ে এই ঘটনা ঘটে। নামফলক ভাঙ্গার খবর আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হলে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন জানান, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন বীর উত্তম সড়কের নামফলক ভাঙ্গার খবর পেয়ে তিনি সরেজমিনে খোঁজ নিয়েছেন। নামফলকটি দ্রুত সংস্কার করে পুনরায় স্থাপন করার আশ্বাস দেন।

১৯৭৭ সালে জামালপুর পৌর কর্তৃপক্ষ শহরের সফির মিয়ার বাজার থেকে বনপাড়া খ্রিস্টানবাড়ি মোড় পর্যন্ত সড়কের নামকরন করে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন বীর উত্তম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এই সড়কের নাম মুছে ফেলার ষড়যন্ত্র শুরু হয়েছে ২০১৭ সাল থেকে।

Leave A Reply

Your email address will not be published.