ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ৩৫ তম সমাবর্তন অনুষ্ঠানে

0 ১০২

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ৩৫ তম সমাবর্তন অনুষ্ঠানে

Dhaka post today

নিজস্ব প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরস্থ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) এর ৩৫ তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিভাগের মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে সনদ ও স্বর্ণ পদক তুলে দেন।

মাননীয় প্রধানমন্ত্রী সমাবর্তন স্থলে পৌছলে তাঁকে স্বাগত জানান ঢাকা বিভাগের কমিশনার জনাব মো: সাবিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোল্যা নজরুল নজরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম ও গাজীপুর জেলা প্রশাসক জনাব আনিসুল হক।

মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে মুসলমানদের শিক্ষা-গবেষণায় বিনিয়োগ এবং বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তিতিতে মনোনিবেশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের সম্পদকে বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির উন্নয়নে কাজে লাগিয়ে আমাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। তিনি আইইউটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানসম্পন্ন শিক্ষা এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে শুধু বাংলাদেশ এবং ওআইসির সদস্য রাষ্ট্রেই নয়, বরং সারা বিশ্বে অবদান রাখতে উদ্বুদ্ধ করেন।

মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কূটনৈতিক দূরদর্শিতায় বাংলাদেশ ১৯৭৪ সালে ওআইসির সদস্যপদ লাভ করে। বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজির গর্বিত স্বাগতিক দেশ এবং এর পরিচালনায় সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও আমরা এই সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সফররত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ও আইইউটির চ্যান্সেলর জনাব হিসেইন ব্রাহিম ত্বহা, পররাষ্ট্রমন্ত্রী জনাব এ কে আব্দুল মোমেন ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Leave A Reply

Your email address will not be published.