টাইব্রেকারে মোহামেডান স্পোর্টিং ক্লাব লি: ৪-২ গোলে জয় ।

0 ৭০

টাইব্রেকারে মোহামেডান স্পোর্টিং ক্লাব লি: ৪-২ গোলে জয় ।

Dhaka post today
নিজস্ব প্রতিনিধি:

‘বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ২০২২-২৩’ এর আজকের ম্যাচের ফলাফল:

‘বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ২০২২-২৩’ এর ম্যাচ অনুষ্ঠিত হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব লি: বনাম আবাহনী লি: ঢাকা এর মধ্যে। ম্যাচটি ৪-৪ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে মোহামেডান স্পোর্টিং ক্লাব লি: ৪-২ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব লি: এর হয়ে সোলেমানে ৫৬ মিনিটে প্রথম, ৬১ মিনিটে দ্বিতীয়, ৮৩ মিনিটে তৃতীয় এবং ১০৫+১ মিনিটে চতুর্থ গোল করেন। আবাহনী লি: ঢাকা এর পক্ষে ফাহিম ১৭ মিনিটে প্রথম, কলিন্দ্রেস ৪৩ মিনিটে দ্বিতীয়, এমেকা ৬৬ মিনিটে তৃতীয় এবং রহমত ১১৮ মিনিটে চতুর্থ গোল করেন।

‘বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ ২০২২-২৩’ এর
চ্যাম্পিয়ন: মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:
রানারস্-আপ: আবাহনী লি: ঢাকা
ফেয়ার-প্লে: বসুন্ধরা কিংস

ফাইনাল এর সেরা খেলোয়াড়: সোলেমানে ডায়াবেট (মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:)
টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: সোলেমানে ডায়াবেট (মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:)
সর্বোচ্চ গোলদাতা: সোলেমানে ডায়াবেট (৮ গোল-মোহামেডান স্পোর্টিং ক্লাব লি:)

Leave A Reply

Your email address will not be published.