ডিবি, অভিযান ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৬ জন আসামী গ্রেফতার।
ডিবি, অভিযান ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৬ জন আসামী গ্রেফতার।
Dhaka post today
নিজস্ব প্রতিনিধ:
ফরিদপুর সদরপুর থানাধীন আটরশি সাকিনস্থ আটরশি পাক দরবার শরীফ সংলগ্ন জনৈক মোঃ শহিদুল ইসলামের ঔষধের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১।
মোঃ লিটন হোসেন (২৬) পিতা- শেখ মোতালেব, সাং- কাঠালবাড়ি ২। মোঃ জাহিদুল কাজী (৪২) পিতা- মৃত ইব্রাহিম কাজী, সাং- মাইঝাল উভয় থানা- ভাংগা ৩। মোঃ সজিব সরদার (২৮) পিতা- মৃত লিয়াকত সরদার, সাং- আমিরাবাদ কোলপাড় ডাঙ্গী, ৪। মোঃ তরিকুল ইসলাম (২৮) পিতা- ওহাব মাতুব্বর, সাং- আটরশি ৫। মোঃ সুইট খান (২৮) পিতা- ইদ্রিস খান, সাং- চরবিষ্ণপুর খেজুর তলা সর্ব থানা- সদরপুর, ৬।
মোঃ রুবেল মাতুব্বর (৩৮) পিতা- মৃত হারুন মাতুব্বর, সাং- পরানপুর থানা- ভাংগা সর্ব জেলা- ফরিদপুরদেরকে সর্বমোট- ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে এসআই/ হাফিজুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করেন ।