আমতলীতে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0 ৭৪


আমতলীতে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Dhaka post today
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলীতে গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ন জয়ন্তি উদযাপন উপলক্ষে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা নিবেদনের অংশ হিসাবে ১৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত কান্টি ব্রান্ডনেম হিসাবে মুজিব বাংলাদেশ পর্যটন বিষয়ক সকল ধরনের প্রচার- প্রচারনায় ব্যবহার করার সিদ্ধান্ত বাস্তবায়নে জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও আমতলী উপজেলা প্রশাসন ওই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ এমএ কাদের মিয়া।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডঃ আবুল কালাম সামসুদ্দিন সানু, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন

আহমেদ মাসুম তালুকদার, মোঃ আখতারুজ্জামান বাদল খান, মোঃ রফিকুল ইসলাম রিপন, মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি, সোহেলী পারভীন মালা, উপজলা প্রেসক্লাব সভাপতি মোঃ কবির দেওয়ান, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি হারুন অর রশিদ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকনসহ আমতলী উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও আইন শৃংখলা কমিটির সদস্যরা ।

Leave A Reply

Your email address will not be published.