বগুড়া আদমদীঘিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ
বগুড়া আদমদীঘিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ
বগুড়া আদমদীঘিতে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
Dhaka post today
সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া আদমদিঘী উপজেলায় আজ বুধবার বিকাল ০৪:০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৩-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলায় স্টল স্থাপনকারী প্রত্যেককে সনদ ও শুভেচ্ছা উপহার এবং সবজি ও ফলের সর্বোচ্চ সংখ্যক নমুনা সংগ্রাহক তিন জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে শুভেচ্ছা উপহার প্রদানকালে অনুষ্ঠানের প্রধান অতিথি আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব
করেন আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জনাব মো. রেজাউল করিম রেজা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: আমির হোসেন প্রমুখ।
আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্ত্বে দপ্তরে এসএপিপিও মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় কৃষি সম্প্রসারণ অফিসার জনাব দিপ্তী রানী রায়ের স্বাগত বক্তব্যে অনুষ্ঠেয় আজকের অনুষ্ঠানে ১৯টি ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, দপ্তরের সকল সহকর্মীসহ স্টল স্থাপনকারীগণ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সকল আয়োজন সফলভাবে সুসম্পন্নে সার্বিক সহযোগিতায় সকলের প্রতি আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারী অশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।