লৌহজংয়ে সি,এন,জি থেকে গাঁজা উদ্ধার সহ আটক দুইজন।

0 ১৯৩

লৌহজংয়ে সি,এন,জি থেকে গাঁজা উদ্ধার সহ আটক দুইজন।

Dhaka post today
স্টাফ রিপোর্টার মোঃ বাদল

গত ৩১ মে, বুধবার, সকাল ৯.১০ মিনিট, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন হলদিয়া এলাকার বড় বাড়ির সামনে সি,এন,জি থেকে ৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেন লৌহজং থানা পুলিশ।
এবিষয়ে জানতে চাইলে লৌহজং থানার এসআই মোস্তফা কামাল বলেন।

৩১ মে বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে কনকসার বাজারে ডিউটি রত থাকা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি সিএনজিতে করে কিছু লোক হলদিয়া বড় বাড়ির সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছে। আমি তখন দ্রুত বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং ঘটনার সত্যতা যাচাই বাছাই করতে লৌহজং থানার অফিসার ইনচার্জের নির্দেশক্রমে সঙ্গীয় ফোর্স এএসআই শাহাবুদ্দিন, এএসআই মো. হোসেন আলী কে সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হই। এবং আমরা অপরাধীদের চিহ্নিত করতে থাকি।

হঠাৎ তখন অপরাধীরা আমাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে সেখান থেকে সি,এন,জি যোগে পালানোর চেষ্টা করেন। এরপর পরে এক পর্যায়ে আমাদের সামনে দিয়ে দ্রুত গতিতে সি,এন,জি চালিয়ে যাচ্ছে। এরপর আমি আমার সাথে থাকা সঙ্গীয় ফোর্সদের সহায়তায় সি,এন,জি এর গতিরোধ করি। পরে সি,এন,জি এর চালক সহ যাত্রী বেশে ভিতরে থাকা ১ জনকে তাদের গন্তব্যের স্থান ও তথ্যাদি জানতে চাইলে তাদের কথাবার্তা ও আচরণ অসংগতি খুঁজে পাওয়া যায়। যার ফলে আমরা তাদের ব্যাপক ভাবে
জিজ্ঞাসাবাদ করি।

পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা মাদক বহনের কথা স্বীকার করে। এবং সি এন জি এর ভেতর অবৈধ ভাবে গাঁজা লুকিয়ে রাখার স্থান দেখিয়ে দেয়। পরে আমরা তাদের দেখানো সি,এন,জি এর সিটের পিছনের থেকে কাগজে মোড়ানো গাঁজা উদ্ধার করি।

এবং উদ্ধারকৃত আলামত মাদকদ্রব্য গাঁজা সহ মো. রাজা (৪৭) ড্রাইভার মনা (৪৩) কে আটক করে থানায় নিয়ে আসি। এরপর ওসি স্যারের সিদ্ধান্তে আটক আসামিদের বিরুদ্ধে ১৯১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের চলমান ধারায় মামলা করা হয়।

এ বিষয়ে আমাদের প্রতিবেদক লৌহজং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর সাথে কথা বললে তিনি বলেন, লৌহজং থানা এলাকায় মাদকের বিরুদ্ধে আমি এবং থানার অফিসাররা সর্বদা সতর্ক ও তৎপর হয়ে কাজ করে যাবে। তিনি আরো বলেন যে, আমি যতদিন লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছি ততদিন মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না, হোক সে মাদকব্যবসায়ী অথবা মাদকসেবী কিংবা প্রশ্রয় দানকারী, এক এক করে সবাইকে আইনের আওতায় আনা হবে।

আমি মাদকের সঙ্গে আপসহীন থেকে জাতির জনক বঙ্গবন্ধুর সুজগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ মাদকের জিরো টলারেন্সের চেষ্টায় কাজ করে যাবো। তিনি এলাকাবাসীরদের উদ্দেশ্যে বলেন।

মাদক একটি জাতীয় সামাজিক ব্যাধি, মাদকসহ যে কোন অপরাধ মূলক কার্জক্রমের ও অপরাধীদের ব্যাপারে জানাতে লৌহজং থানাধীন এলাকা বাসীদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানায়েছেন তিনি ।

Leave A Reply

Your email address will not be published.