কুষ্টিয়া মডেল থানা পুলিশ কর্তৃক ইজিবাইক সহ চোর চক্রের ১জন গ্রেফতার
কুষ্টিয়া মডেল থানা পুলিশ কর্তৃক ইজিবাইক সহ চোর চক্রের ১জন গ্রেফতার
Dhaka post today
নিজস্ব প্রতিনিধি:
গত ইং ১৫/০৪/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৩.৪০ ঘটিকার সময় কুষ্টিয়া মডেল থানাধীন সিঙ্গার মোড়স্ত মোস্তাজুল মাদ্রাসা মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর বাদীর লাল রংয়রে একটি ব্যাটারী চালিত ইজিবাইক, যাহার চেসিস নং- *২০২২০৯০১৩৪*, যাহার মূল্য-২, ১৫,০০০/-টাকা রেখে মসজিদের ভিতরে নামাজ পড়তে যাই।
পরবর্তীতে নামাজ শেষ করিয়া ইং ১৫/০৪/২০২৩ তারখি বিকাল অনুমান ০৪.০০টার সময় মসজিদ থেকে বাহির হইয়া দেখিতে পায় তার ইজবিাইকটি যথাস্থানে নাই। তাৎক্ষনিকভাবে আশপাশে সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করিয়া বাদীর ইজিবাইকটির সন্ধান করিতে পারি নাই।
ইং ১৫/০৪/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৩.৪০ ঘটিকা হইতে ইং ১৫/০৪/২০২৩ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটাকার মধ্যে যাকোন সময় উক্ত আসামী সুকৌশলে ঘটনাস্থল হইতে বাদীর উদ্ধার জব্দকৃত ইজিবাইকটি চুরি করিয়া নিয়ে যাই । উক্ত ঘটনায় ০৩/০৬/২০২৩ তারিখ বাদী কুষ্টিয়া মডেল থানায় হাজির হয়ে লিখিতভাবে এজাহার দায়ের করিলে কুমারখালী থানার মামলা নং-০৫ তারিখ- ০৩/০৬/ ২০২৩ খ্রিঃ ধারা- ৩৭৯,পেনাল কোড রুজু হয়।
জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশ ও তত্ত্বাবধানে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ০৩/০৬/২০২৩ তারিখে ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ মনিরুল ইসলাম ওরফে দোলন (৩৬), সিং-মৃত মান্নান খাঁ, সাং- মুলাডুলি শেখপাড়া, থানা-ঈশ্বরদী, জেলা- পাবনাকে গ্রেফতার করতঃ আসামীর দেখানো ও সনাক্ত মতে বাদীর চুরি যাওয়া লাল রংয়রে একটি ব্যাটারী চালিত ইজিবাইক, যাহার মূল্য ২,১৫,০০০/- টাকা উদ্ধার করে।