গলাচিপায় প্রবীণ শিক্ষকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
Dhaka post today
মোঃ নাসির উদ্দিন ,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা পৌর সদরের গলাচিপার ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপন্ডিত শিক্ষক মোঃ জালাল আহমেদ স্যার গতকাল রবিবার ঢাকা ল্যাবএইড হাসপাতালে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন।
ইন্না -লিল্লাহ- ওয়া ইন্না- ইলাইহি- রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে পটুয়াখালী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এস এম শাহজাদা, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন ,আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, পৌর মেয়র আহসানুল হক তুহিন, বাংলাদেশ- তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের অধ্যক্ষ ডাক্তার জান্নাতুল নাঈম, প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিল্টন,
গলাচিপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম,কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ বনিক, কেন্দ্রীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রব সিকদার, প্রাথমিক শিক্ষক সমিতি গলাচিপা উপজেলা শাখা, সামাজিক নেতৃবৃন্দ ও তার ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করে। মরহুমের জানাজা নামাজ সোমবার আছর বাদ গলাচিপা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
পরে তাকে কেন্দ্রীয় কবরস্থানে পারিবারিক সিদ্ধান্তে দাফন করা হয়। উল্লেখ্য মরহুম জালাল আহমেদ স্যার এর একমাত্র পুত্র সন্তান ডা: জসিম উদ্দিন মুকুল উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা পটুয়াখালী জেলা (অব:) সহ চার কন্যা, অনেক আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জন্য তার পরিবার সকলের কাছে দোয়া কামনা করেছেন।