গাজীপুরে জাকের পার্টির মনোনীত প্রার্থী ডাঃ জুয়েল
Dhaka post today
গাজীপুর প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর- ৪, কাপাসিয়া, আসনে জাকের পার্টি মনোনীত প্রার্থী ডাঃ জুয়েল কবির সাংবাদিকদের কে বলেন – -জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ছাহেব, এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব দয়ের, পবিত্র হুকুম মাথায় নিয়ে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে -সংসদীয় আসন পঞ্চগড় ১ থেকে ৯ই জুন তারিখ থেকে ৩০০ আসনে জাকের পার্টির জনসমাবেশ এবং কাউন্সিল অনুষ্ঠিত হবে। এর মধ্যে মিলাদ মাহফিল, রওজা পাক জিয়ারত, তবারক বিতরণ এর ব্যবস্থা থাকবে ।
এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান ছাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ছাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে- তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, এবং পৌরসভার মেয়র, কমিশনার, সিলেকশন করেছন তিনার ও মাঠ পর্যায়ে জাকের পার্টি, এবং গোলাপ ফুলের দাওয়াত দিচ্ছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -৪, কাপাসিয়া, আসনে জাকের পার্টির মনোনীত প্রার্থী ডাঃ জুয়েল কবির আরো বলেন- – পৃথিবী ধ্বংসের মুখে। বিশ্বযুদ্ধের আশঙ্কা। চতুর্দিকে বিপদ। এবং কোথাও কোন শান্তি নেই।
তাই সবাইকে উদার্থ আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসেন তাহলেই প্রকৃত শান্তি আসবে। কারণ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব, মহাপুরুষ, মহাগুরু মহা সাধক, সাধক জগতের যিনি শ্রেষ্ঠ সধক।
বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরি কেবলাজান ছাহেব – জাকের পার্টি ঘোষনা করেন। এবং কেবলাজান ছাহেব পাক জবানে ফরমান এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দল হেজবুল্লার দল, মুসা নবীর খিমা স্বরপ । নুহ নবীর কিস্তি স্বরূপ।
জাকের পার্টির পতাকার নিচে যারা থাকবে তারাই স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকবে । বিশ্ব ওলী খাজাবাবা ফরিদপুরি কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক উত্তরসূরী, হেজবুল্লার ইমাম, যিনি আদর স্নেহ ভালবাসা দিয়ে রাখেন নিজে না খেয়ে অপরকে খাওয়ান ।
নিজে না ঘুমিয়ে অপরকে ঘুম পাড়ান। মুসলিম উম্মাহ শান্তি কামি মানবতার জন্য , সব সময় দিকনির্দেশনা দেন -পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমির ফয়সল মোজাদ্দেদী ছাহেব । এই জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান তাই সকল কে আহ্বান করেন জাকের পার্টির পতাকার নিচে আসেন।