দশমিনায় দুর্নীতি বিরোধী র্যালি,বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দশমিনায় দুর্নীতি বিরোধী র্যালি,বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।
রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এ স্লোগান সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে দুর্নীতি বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা র্যালি, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ কনফারেন্স রুম (০৩ জুন) শনিবার বেলা ১০ টায় শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চার বিকাশের প্রয়াসে র্যালি, রচনা,বিতর্ক প্রতিযোগিতায়, আয়োজন করা হয়।
এসময উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেনের সঞ্চালনায়, কমিটির সভাপতি আহাম্মদ ইব্রাহিম অরবিলের সভাপতিত্বে,উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার মুহ নেছার উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস.এম আরিফুর রহমান, উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা
মো.নাজমুল ইসলা, মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন, বড় গোপালদী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো.ফোরকান হোসেন,দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক তাহমিনা, রফিকুল ইসলাম বাবুল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য ও
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র,ছাত্রীসহ প্রমূখ।
এর আগে অনুষ্ঠানের শুরুর দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ র্যালি শেষ হয়।
অনুষ্ঠানের শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী ছাত্র ছাত্রী হাতে পুরুষ্কার বিতরণ করা হয়।