নিখোঁজের একদিন পরে প্রতিবেশীর আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার!

0 ৭১

নিখোঁজের একদিন পরে প্রতিবেশীর আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার!

Dhaka post today
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নে কুলাইরচর গ্রামে নিখোঁজের একদিন পরে প্রতিবেশীর একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় নিখোঁজ কৃষক মাহাতাব মোল্লা (৫৫) মরদেহ উদ্ধার করেছে আমতলী থানা পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্ধা মৃত্যু আব্দুল রশিদ মোল্লার পুত্র কৃষক মাহাতাব মোল্লা গতকাল (রবিবার) সকাল ৭টার দিকে বাড়ীর কাউকে কিছু না বলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ (সোমবার) সকালে মাহাতাব মোল্লার প্রতিবেশী আনছার মৃধা (চাচাতো ভগ্নিপতি) বাড়ীর সামনের খালপাড়ের একটি আমগাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজন ও স্থাণীয়রা।

স্থাণীয়রা আমতলী থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। ওই বিষয়ে আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরদেহের ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের মেয়ে রিয়া মনি বলেন, আমার বাবা গতকাল রবিবার সকাল অনুমান সাড়ে ৭টার দিকে কাউকে কিছু না বলে বাড়ী বের হয়ে আর ফিরে আসেনি। আজ সোমবার সকালে আমাদের প্রতিবেশী আনছার মৃধা বাড়ীর সামনে খালপাড়ের একটি আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমতলী থানা পুলিশকে খবর দেই।

তারা এসে গাছ থেকে মরদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে গেছে। তিনি আরো বলেন, আমার বাবা আত্মহত্যা করেছে নাকি কেহ তাকে মেরে গাছে ঝুলিয়ে রেখেছে তা এই মুহুর্তে বলতে পারছিনা।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে গাছে ঝুলন্ত কৃষক মাহাতাবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে সে আত্মহত্যা করেছে নাকি তাকে কেহ মেরে গাছে ঝুলিয়ে রেখেছে।

Leave A Reply

Your email address will not be published.