নেছারাবাদে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, গ্রেপ্তার চার

0 ৫০

নেছারাবাদে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, গ্রেপ্তার চার

Dhaka post today
নেছারাবাদ (পিরোজপুর)প্রতিনিধিঃ

পিরোজপুরের নেছারাবাদে ভুল চিকিৎসায় এক প্রসূতী নারীর মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে নে়ছারাবাদ থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, ৪ জুন সন্ধ্যায় উপজেলার সুঠিয়াকাঠি গ্রামের আব্দুর রহমান প্রাইভেট হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে নাজিরপুর থানার খলনি গ্রামের নুর আলম শেখের স্ত্রী কলি নামের ওই প্রসূতী রোগীকে সিজারিয়ান অপারেশনের প্রস্তুতি শেষে এনেসথেসিয়া দেয়ার সময় অবস্থার অবনতি হলে মারাযায় সে।

এঘটনায় ৪ জুন দিবগত রাত বারোটা পনের মিনিটে ৩০৪-ক/ ৩৪ ধারায় নিহতের স্বামী নূরে আলম শেখ বাদি হয়ে মামলা দায়ের করেন। এজাহারে ডাঃ মানবিক সরকার, ডাঃ আসাদ জামান, শেখ রিয়াজ উদ্দিন, সেবীকা- শরীফা, সানজিদা, ইয়াসমিন ও হিসাব রক্ষক উম্মে সায়মার নাম উল্লেখ করে হাসপাতালটির অন্য সকল স্টাফদের অজ্ঞাতনামা আসামী করা হয়েছে কিন্তু হাসপাতালের পরিচালকসহ পরিচালনা পর্ষদের কেউকে আসামী করা হয়নি।

এব্যপারে স্থাণীয়রা জানান, ঘটনার পর সন্ধ্যা থেকে নেছারাবাদ থানার পুলিশ ও রাত নয়টায় ওসি তদন্ত এই হাসপাতালের মালিকদের সাথে দীর্ঘ সময় আলোচনা করে ডাঃ মানবিক, হিসাবরক্ষক সায়েমাসহ চারজনে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মামলার ব্যপারে বাদী নূরে আলম শেখ বলেন, আসামীদের নাম ঠিকানা সংগ্রহ থেকে মামলা দায়েরে সকল কাজে নেছারাবাদ থানা পুলিশ সহায়তা করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের কেউ এজাহারে না থাকার বিষয়ে তিনি জনান, তাদের নাম আমি দিয়েছি এজাহারে তারা কেন দেয়নি জননিনা।

গ্রেপ্তারের আগে ৪ জুন ঘটনাস্থলে থাকা অবস্থায় ডাঃ মানবিক বলেন, রোগীকে এনেসথেসিয়া দেয়ার শুরুতেই রোগীর অবস্থার অবনতি হয়। আমরা তাকে বরিশাল রেফার্ড করি। সার্জন আসাদ স্যার রোগীকে দেখার আগেই অবস্থার অবনতি হয়েছিল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফিরোজ কিবরিয়া জানান, ওই রোগী আমাদের কাছে আসার আগেই মারা গেছে।

নেছারাবাদ থানা ইনচার্জ জানান, মৃতের স্বামী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আমরা এঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছি।

Leave A Reply

Your email address will not be published.