শত বছরের পুরোনো ডিআইটি পুকুর উদ্ধারে উচ্ছেদ অভিযান

0 ৭২

শত বছরের পুরোনো ডিআইটি পুকুর উদ্ধারে উচ্ছেদ অভিযান

dhaka post today

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় শত বছরের পুরোনো ডিআইটি পুকুর উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় এই অভিযান শুরু হয়েছে।

পুকুরটি রক্ষার জন্য স্থানীয় লোকজন মানববন্ধন করেছেন। পুকুর রক্ষায় সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা ও পুকুর ভরাটকারী ব্যক্তিদের আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

পর্চা অনুযায়ী সীমানা নির্ধারণ করে পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় শত বছরের পুরোনো ডিআইটি পুকুর দখলমুক্ত করার কথা মেয়র বলার পরদিনই সেটি উদ্ধারে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

 

বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকে কেন্দ্র করে সেখানে বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

অভিযানে নামার আগে অবৈধ দখলের পর সেখানে গড়ে ওঠা দোকানের মালামাল সরাতে রাজউকের পক্ষ থেকে মাইকিং করা হয়। প্রথমে দোকানিরা মালামাল না সরালেও অভিযানের মুখে বাধ্য হয়ে দোকানের মালামাল সরিয়ে নেন।

Leave A Reply

Your email address will not be published.