কুমিল্লায় কোতয়ালী থানায় ৬০ কেজি গাঁজা সহ ০২ মাদক ব্যবসায়ী আটক।

0 ৬৮

কুমিল্লায় কোতয়ালী থানায় ৬০ কেজি গাঁজা সহ ০২ মাদক ব্যবসায়ী আটক।

Dhaka post today
নিজস্ব প্রতিনিধি:

আজ ০৮/০৬/২০২৩খ্রি: তারিখ সকাল ০৬.৩৫ ঘটিকার সময় কোতয়ালি থানার এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স্ সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ১৮ নং ওয়াডস্থ হাউজিং এষ্টেট স্বপ্নের ছায়া প্লট নং ১১ ব্লক এম সেকশন-৪ এর উত্তর পাশে জনৈক মোজাম্মেল এর নির্মাণাধীন পরিত্যক্ত ছাদবিহীন বিল্ডিং এর ভিতর পশ্চিম পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ সানি (২৪), মোঃ সাকিব (২৩), নুরে আলম ওরফে নুরা (৪০) দৌড়ে পালানোর চেষ্টা কালে মোঃ সানি (২৪) ও মোঃ সাকিব (২৩) কে আটক করতে সক্ষম হয়। আটককৃত সানি ও মোঃ সাকিব দ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের উপস্থাপন মতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ৬০ (ষাট) কেজি গাঁজা উদ্ধার করে। গ্রেফারকৃত আসামীদের নাম ও ঠিকানা- ০১।

মোঃসানি (২৩), পিত- মৃত ইকবাল, সাং- বারোপাড়া (মধ্যপাড়া), ২। মোঃ সাকিব (২৩), সাং- নুরপুর (প্রাইমারি স্কুলের পিছনে), উভয় থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে পলাতক আসামীর নাম ও ঠিকানা- নুরে আলম ওরফে নুরা (৪০), পিতা- জাহাংগীর আলম, সাং- নুরপুর (বড়বাড়ি), থানা- কোতোয়ালি মডেল, জেলা- কুমিল্লা বলে জানায়।

ধৃত আসামী মোঃ সানির বিরুদ্ধে ০২ টি মাদক মামলা ও পলাতক আসামী নুরে আলম ওরফে নুরার বিরুদ্ধে পূর্বের ১৭ টি মাদক মামলা, ০১ টি নারী শিশু মামলা, ০১ টি মারামারি মামলা সহ মোট ১৯ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এতদাসংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ পলাতক আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং- ২৯, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনির ১৯(গ)/৪১ রুজু করা হয়।

Leave A Reply

Your email address will not be published.