না:গঞ্জে ফতুল্লায় বাপ—বেটা কতৃর্ক তান্ডব

0 ৬৫

না:গঞ্জে ফতুল্লায় বাপ—বেটা কতৃর্ক তান্ডব

 

Dhaka post today
স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ

 

ফতুল্লায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মোঃ আবির নামের এক যুবক সহ বেশ কজনকে মারধর ও গুরুতর জখম করা হয়েছে। শুধু তাই নয় কালু ও হৃদয় নামেরও দুজনকে পিটিয়ে রক্তাক্ত ও জখম করেছে অভিযুক্তরা এমন অভিযোগও রয়েছে।
শুক্রবার (২ জুন) বিকেলে ফতুল্লা হাকিমবাগের গেটর সামনে দিয়ে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মোঃ আবির(২৪) বাদী হয়ে (৩জুন) শনিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত মোঃ আবির ফতুল্লা বাবুরাইল আরামবাগ মোঃ আসলামের ছেলে। হামলার শিকার অন্যান্যরাও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযুক্তরা হলেন, মোঃ জাকির ওরুফে ঘাউড়া জাকির, মোঃ রকি,তনয়,মোঃ জামাল,সোয়াদ সহ— অঙ্ঘাত নামা ৪/৫ জন। এরা উক্ত এলাকায় প্রভাব বিস্তার সহ মানুষকে নিজের নিয়ন্ত্রনে রাখতে চেষ্টা করে। যদি তার কথার বাইরে কেউ মুখ খুলতে চায় তাহলে তাদেরকে মারধর সহ মিথা মামলায় জড়িয়ে দেয়ারও অভিযোগ রয়েছে জাকির ওরুফে ঘাউরা জাকিরের বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, গত জুন মাসের ২ তারিখে ফতুল্লা থানাধীন আমবাগান হাকিমবাগের গেটের সামনে দিয়ে বাদী আবির যাওয়ার সময় তুচ্ছ বিষয় কেন্দ্র করে ৩ নং ৫নং বিবাদীসহ অঙ্গাতনামা বিবাদীগন অযথাই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাদী তাদেরকে গালিগালাজ করার কারণ জানতে চাইলে ৩নং ও ৫নং বিবাদী সহ অঙ্গাতনামা বিবাদীদের কে নিয়ে আমাকে এলোপাথারী কিল—ঘুষি ও লাথী মারা ও লাঠি দিয়ে পিটানো সহ ক্রিকেট ব্যাট ও স্টাম্প দিয়ে আঘাত করিয়া বাদীর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও গুরুতর জখম করে।

পরবর্তীতে ৩ নং বিবাদীর বাবা জাকির ও বড় মো: রকিকে জানালে তাহারাও আমাকে গালাগালি ও বিভিন্ন প্রকারের ভয় ভীতি ও হুমকি প্রদান করে এবং ৩ নং বিবাদীর বাবা ও বড় ভাইয়ের নির্দেশে পূনরায়( ৩ জুন) সন্ধ্যার সময় আমবাগান রাস্তায় ফেলে মারধর করে শরীরে বিভিন্ন স্থানে নীলাফুলা গুরুতর জখম করে পরে ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা এ সময় থানায় মামলা করলে পরিবারের সবাইকে কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টেরিয়া নিযে যায়। এবং তারা জানায়, জাকির সহ তার ছেলে তনয় উক্ত এলাকায় যা ইচ্ছা তাই করছে। কেউ মুখ খুললে তাদেরকে মারধর সহ মিথ্যা মামলা দিয়ে হরানী করে থাকে। তাদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছে স্থানীয় বাসীন্দারা।

এদিকে ওই সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় লোকজন। এসব সন্ত্রাসীদের আতঙ্কে মুখ খুলতে কেউ রাজি নয়। দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান ভুক্তভোগীরা।
অপরদিকে অভিযুুক্ত জাকির জানায়, ক্রিকেট খেলা নিয়ে এলাকার দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনা ছাড়াতে যায় ছেলে তনয়।

কিন্তু এখন শুনছি আমি ও আমার ছেলেদেও জড়িয়ে নাকি অভিযোগ করা হয়েছে। আবির নামের কোনো ছেলেকে আমি চিনিনা। যাকে চিনি তার নাম সজিব।
ঘটনার সত্যতা জানতে ফতুল্লা মডেল থানার উপ—পরিদর্শক কামরুজ্জামানকে ফোন দিলে তিনি জানান, এ বিষয়ে তদন্ত করতে পারিনি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.