অনলাইনে টিকিট কিনবেন যেভাবে

0 ৪৩

অনলাইনে টিকিট কিনবেন যেভাবে

dhaka post today

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়াপ্রেমী দর্শকদের ভোগান্তি কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে বসে খেলা দেখতে এখন আর লাইনে না দাঁড়ালেও চলবে, সুযোগ থাকছে অনলাইনে টিকিট ক্রয়ের। এই অনলাইন কার্যক্রম শুরু হয়েছে ঘরের মাটিতে আয়ারল‌্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই। সেই ধারাবাহিকায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের টিকিটও অনলাইনে পাওয়া যাচ্ছে। 

আগামী ১৪ থেকে ১৮ জুন অবধি মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ম‌্যাচের আগের দিন টিকিট নিশ্চিত করে সেদিন বা ম‌্যাচের দিন সকালেও টিকিট সংগ্রহ করা যাবে বুথ থেকে। টিকিট কিনতে লগ ইন করতে হবে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে এই ঠিকানায় (https://ticket.tigercricket.com.bd/registration)।

এছাড়া আজ রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি। যেখানে সর্বোচ্চ ১৫০০ টাকা দামে গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডে ৫০০, ক্লাব হাউসে বসে ৩০০ টাকা খরচ করতে হবে। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে ২০০ টাকা। এছাড়া সর্বনিন্ম ১০০ টাকায় খেলা দেখতে সংগ্রহ করতে হবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট।

আগামী ১৩ জুন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুরে।

 

Leave A Reply

Your email address will not be published.