শুভ উদ্বোধন এবং নবনির্মিত পুলিশ ক্যাম্প
শুভ উদ্বোধন এবং নবনির্মিত পুলিশ ক্যাম্প
Dhaka post today
নিজস্ব প্রতিনিধি:
বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্প, ধামরাই, ঢাকা এর শুভ উদ্বোধন এবং নবনির্মিত পুলিশ ক্যাম্প সংলগ্ন বৈন্যা নবজাগরণী সংঘ খেলার মাঠ প্রাঙ্গণে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-২০ ও সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, এবং জনাব সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলার সু্যোগ্য পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়।
এই অনুষ্ঠানকে জেলার ও থানার বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাধারণ জনগণ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, ধামরাই উপজেলার মসজিদের ইমামসহ ইসলামিক ফাউণ্ডেশনর মাওলানাগণ উপস্থিত থেকে সভাকে সাফল্য মন্ডিত করেন।