জাকের পার্টির ৩০০ আসনের জনসভা ও কাউন্সিল প্রচারণা তুঙ্গে
জাকের পার্টির ৩০০ আসনের জনসভা ও কাউন্সিল প্রচারণা তুঙ্গে
Dhaka post today
গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে, সংসদীয় আসন- পঞ্চগড় -১ থেকে ১০ই জুন শুরু হয় জাকের পার্টির জনসভা, জলসা, কাউন্সিল, এক ই সাথে স্থানীয় সরকারের অধীনে উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, পৌরসভার মেয়র, কমিশনার প্রার্থী সিলেকশন করা হচ্ছে।
জাকের পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল কবির সাংবাদিকদের কে জানান- জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল ছাহেব, এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমির ফয়সল ছাহেব দয়ের, পবিত্র হুকুম মাথায় নিয়ে- আমরা জাকের পার্টির ৩০০ অাসনের দাওয়াত দেওয়া হচ্ছে।
গাজীপুরে ৫ টি সংসদীয় আসনে সান শওকতের সহিত – জনসভা, জলসা, কাউন্সিল, অনুষ্ঠিত হবে তাই সকলকে আহ্বান জাকের পার্টির পতাকার নিচে আসার, তাহলেই প্রকৃত শান্তি আসবে স্রষ্টার রহমতের ছায়ার চাদরে ঢাকা থাকবে।