‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩’

0 ৭০

‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩’

Dhaka post today
নিজস্ব প্রতিনিধি:

পুলিশ কাবাডিতে পুরুষ দলে নারায়ণগঞ্জ ও নারী দলে ডিএমপি চ্যাম্পিয়ন

‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এ পুরুষ দলে নারায়ণগঞ্জ জেলা এবং নারী দলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় পুরুষ দলে নারায়ণগঞ্জ ডিএমপিকে ৩২-৩০ পয়েন্টে এবং নারী দলে ডিএমপি নড়াইল জেলা দলকে ৩২-৩০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

রবিবার বিকালে রাজধানীর গুলিস্তান বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে ‘বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৩ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপি মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান বিপিএম, এনডিসি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেন, কাবাডি আমাদের দেশের খেলা, মাটির খেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ খেলাকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করেছেন।

তিনি বলেন, এক সময় কাবাডি খেলা হারিয়ে যেতে বসেছিল। বাংলাদেশ কাবাডি ফেডারেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে এ খেলা আয়োজন করেছে। কাবাডি খেলাকে সারাদেশে ছড়িয়ে দেয়া হচ্ছে।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ কাবাডি খেলায় ভালো করছে, আগামীতে আরও ভাল করতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, এ খেলায় আমরা একদিন বিশ্বের বুকে চ্যাম্পিয়ন হবো। তিনি চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।

প্রতিযোগিতায় নারী দলে নড়াইলের মেবী চাকমা বেস্ট রেইডার, ডিএমপির ইয়াসমিন খানম বেস্ট ক্যাচার এবং ডিএমপির ইশারাত জাহান সাদিকা বেস্ট খেলোয়াড় মনোনীত হয়েছেন।

পুরুষ দলে নারায়ণগঞ্জের জাবেদ শেখ বেস্ট রেইডার, ডিএমপির অমল রায় বেস্ট ক্যাচার এবং নারায়নগঞ্জের জাবেদ শেখ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী ও রানার আপ দলের দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ চ্যাম্পিয়নশিপে মোট ১৪টি পুরুষ দল অংশগ্রহণ করছে। গ্রুপ পদ্ধতিতে অনুষ্ঠিত পুরুষ দলগুলো হলো ডিএমপি, আরএমপি, কেএমপি, সিএমপি, নেত্রকোনা জেলা, নারায়ণগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা, ৪র্থ এপিবিএন বগুড়া, খুলনা আরআরএফ, বান্দরবান জেলা, নারায়ণগঞ্জ ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ, রাজশাহী জেলা, ঢাকা ট্যুরিস্ট পুলিশ ও বরিশাল আরআরএফ। এছাড়া এবারের কাবাডি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ৪টি নারী দল অংশগ্রহণ করে। এটিও গ্রুপ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। নারী দলে অংশগ্রহণ করে ডিএমপি, ঢাকা জেলা, ১১ এপিবিএন, উত্তরা ও নড়াইল জেলা পুলিশ।

উল্লেখ্য, গত ১ জুন গুলিস্তান বাংলাদেশ কাবাডি স্টেডিয়ামে ডিএমপি ও নড়াইল জেলা পুলিশের নারী কাবাডি দলের ম্যাচ দিয়ে পর্দা উঠেছিলো এই চ্যাম্পিয়নশিপের। আজ একই ভেন্যুতে চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে পর্দা নামে বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের।

Leave A Reply

Your email address will not be published.