ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে পদযাত্রা
dhaka post today
নিজস্ব প্রতিবেদক
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে রাজধানীর দুই স্থানে পৃথকভাবে পদযাত্রা করবে বিএনপি।
মঙ্গলবার (১৩ জুন) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে এসব পদযাত্রা হবে।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে পুরান ঢাকার গোপীবাগ সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পরে রায় সাহেব বাজার চৌরাস্তা পর্যন্ত গিয়ে এই শান্তিপূর্ণ পদযাত্রা শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মহাখালী বাস স্টেশন সামনে থেকে পদযাত্রা শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।