দেশে গত ২৪ ঘণ্টায় ১৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
dhaka post today
দেশে গত ২৪ ঘণ্টায় ১৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৯৬৬ জনে। এ সময়ে করোনা একজনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ২৯ হাজার ৪৫৪ জনে দাঁড়াল।
বৃহস্পতিবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ১৫১ জন।
২৪ ঘণ্টায় ২১১৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১১৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ১৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।