বাউফলে গোয়াল ঘরে দৃর্বৃত্তদের আগুন, ৬টি গরু পুড়িয়ে হত্যা

0 ৭৮

বাউফলে গোয়াল ঘরে দৃর্বৃত্তদের আগুন, ৬টি গরু পুড়িয়ে হত্যা

রবিউল হাসান ডব্লিউ,পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দন বাড়িয়া গ্রামের মোঃ চুন্নু মিয়ার গোয়াল করে দুর্বৃত্তরা আগুন দিয়ে ৬টি গরু পুড়িয়ে মেরেছে। গরুগুলোর বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।

বুধবার(১৪ জুন) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

গরুর মালিক চুন্নু মিয়া জানান, তার ঘোয়াল ঘরে মোট ৮ টি গরু ছিল। প্রতিদিনেরমত তিনি গরুগুলোকে খড়কুটা দিয়ে ঘরে ঘুমাতে জান। রাত আড়াইটার দিকে তার চাচাতো ভাই ওহাব মুন্সী(৫০) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে নামলে তিনি ঘোয়ালে ঘরে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়ে আগুন নিভানোর চেষ্টা চালান। ততক্ষণে ঘোয়াল ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।

আগুনের তীব্রতায় ২টি গরু রশি ছিড়ে ঘোয়াল ঘর থেকে বেড়িয়ে গেলেও দুইটি বলদ, দুইটি গাভীন গরু ও দুইটি বাচ্চা গরু আগুনে পুড়ে মারা যায়। গরুগুলোর মূল্য প্রায় ৬ লাখ টাকা।
তিনি আরও জানান, এসময় আগুনে ঘোয়াল ঘরের পাশে থাকা হাঁস মুরগির ঘরটি আগুনে পুড়ে যায়। এতে ৪০-৫০ টি হাঁস মুরগি দগ্ধ হয়ে মারা যায়।
এ ঘটনায় তিনি কাউকে সন্দেহ করছেননা।

এ ব্যাপারে বগা ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। বোবা প্রানীর সাথে কেউ এ রকম শত্রুতা করে?

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আরিচুল হক বলেন, আমি ঘটনাটি শুনেছি। বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেন লিখিত অভিযোগ পাইনি।

Leave A Reply

Your email address will not be published.