রাজধানীর গেন্ডারিয়া ১৪৪ বোতল ফেনসিডিলসহ পাঁচ সদস্য গ্রেপ্তার
রাজধানীর গেন্ডারিয়া ১৪৪ বোতল ফেনসিডিলসহ পাঁচ সদস্য গ্রেপ্তার
dhaka post today
(ঢাকা) প্রতিনিধি
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
বুধবার (১৪ জুন) দিবাগত রাতে রাজধানীর গেন্ডারিয়া থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মাদক কারবারি চক্রের মূলহোতা মো. মিজান (৩৯), তার সহযোগী মো. জুয়েল, বেলায়েত হোসেন (২০), জাহিদ ইসলাম (২৩) ও সোহাগ (১৬)।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ বিভিন্ন সীমান্ত এলাকা থেকে অভিনব পদ্ধতিতে মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা, ফেনসিডিলের চালান নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
তাদের মাদক কারবারে একাধিক সিন্ডিকেট রয়েছে। এসকল সিন্ডিকেটের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।