সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ

0 ৭০

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে সাংবাদিকদের বিক্ষোভ

রতন মিয়া,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ॥

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বকশীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তারা নাদিম হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বক্তব্য রাখেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফাত্তিউল হাফিজ বাবু ও সাংবাদিক রাশেদুজ্জামান রনি। সমাবেশ শেষে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি পৌর শহর প্রদক্ষিন করে বাসটার মিনালে শেষ হয়। বিক্ষোভকারী সাংবাদিকরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সাথে জড়িদের অভিলম্বে গ্রেফতারের দাবি জানান।

Leave A Reply

Your email address will not be published.