২১ কেজি গাঁজাসহ একটি সিএনজি উদ্ধার।

0 ১১০

ব্রাহ্মনপাড়া থানায় ২১ কেজি গাঁজাসহ একটি সিএনজি উদ্ধার।

আমির হোসেন (বাবু),কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার এসআই(নিরস্ত্র) মোহাম্মদ সৌরভ হোসেন, এএসআই(নিরস্ত্র) মহিউদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ গতকাল দুপুরে ব্রাহ্মনপাড়া থানাধীন ০৭নং সাহেবাবাদ ইউপিস্থ সাহেবাবাদ মধ্যপাড়া সাকিনে জনৈক লতিফ

স্যারের বাড়ীর পূর্বদিকে হিন্দু বাড়ী টু প্রাইমারী স্কুল গামী সলিং রাস্তার উপর ০১(এক)টি সিএনজি অটোরিক্সা আসতে দেখে থামানোর সংকেত দিলে পুলিশের উপস্থিতি দেখে সিএনজি অটোরিক্সাটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে চালিয়ে সাহেবাবাদ বাজারের দিকে রওয়ানা করলে তিনি সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উক্ত সিএনজি অটোরিক্সাটিকে উদ্দেশ্য করে তাড়া করলে সিএনজি অটোরিক্সার চালকের আসন হইতে একজন ব্যক্তি সিএনজি অটোরিক্সাটি ফেলে রেখে সু-কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

আশপাশ হইতে আগত লোকজন ও উপস্থিত সাক্ষীদের সম্মুখে পলাতক ব্যক্তির ফেলে রাখা সিএনজি অটোরিক্সাটি তল্লাশী করিয়া চালকের সিটের নিচে রাখা খাকি কসটেপ দ্বারা মোড়ানো ২১(একুশ) কেজি গাঁজা এবং নাম্বার বিহীন পুরাতন সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সা যাহার ইঞ্জিন নং- AZZWJC32734, চেসিস নং MD2A27AZOJWC11652 জব্দতালিকা মূলে জব্দ করিয়া থানায় আসিয়া এজাহার দায়ের করা হয় । মাদকের বিষয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল।

Leave A Reply

Your email address will not be published.