পলাতক জীবন যাপন করে আসছিলেন – সজিব

0 ৭২

পলাতক জীবন যাপন করে আসছিলেন – সজিব

dhaka post today

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সজিবকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। বৃহস্পতিবার (১৫ জুন) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (১৬ জুন) র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারজানা হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল যাত্রাবাড়ী থেকে সজিবকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব জানায়, তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। গত মে মাসে মামলাটি রুজু হওয়ার পর থেকেই সজিব রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।

গ্রেপ্তারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

 

Leave A Reply

Your email address will not be published.